আপনার প্রশ্নসমূহ

যে প্রতিষ্ঠানে হাতেখড়ি হতে যাচ্ছে আপনার ক্যারিয়ারের, সেই টেক্সল্যাব আইটি সম্পর্কে আপনার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা সদা প্রস্তুত। দক্ষ কোয়ালিটি টিম আর এডমিশন ডিপার্টমেন্টের সদস্যদের কাছে আপনি পাবেন আপডেটেড তথ্য। তাছাড়া কোর্স মডিউল, সেমিনার, কোর্স ফি বা টেক্সল্যাব আইটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটেও।

সরাসরি কোর্স করলে আপনি হাতে কলমে শিখতে পারবেন, পাশাপাশি আমাদের যেসব সুবিধা রয়েছে তা হল

  • আমাদের নিজস্ব কম্পিউটার ল্যাব রয়েছে।
  • আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ২৪/৭ অনলাইন সাপোর্ট চালু করেছি।
  • এছাড়া রয়েছে ব্যাচভিত্তিক আলোচনার জন্য অনলাইন গ্রুপ সাপোর্ট।
  • প্রয়োজনীয় ক্লাসের ভিডিও দেয়া হয়।
  • ক্লাস মিস করলে রয়েছে ব্যাকআপ সাপোর্ট।
  • ক্লাসের বাইরে রয়েছে প্র্যাকটিস রুম।
  • এছাড়া কোর্স শেষে শর্তসাপেক্ষে ইন্টার্নশিপ সুবিধা।
  • আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে রেফার করে থাকি।
  • আমাদের রয়েছে লাইফটাইম সাপোর্ট।
আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয় ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। আমরা আপনাকে নির্দিষ্ট কোর্স, তার সাথে সম্পর্কিত মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসে কি উপায়ে কাজ পাওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করবো। কিন্তু এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে সময়, পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আয় আপনার নিজেকেই করতে হবে। আর আয়ের বিষয়টি আপনি একটি কাজের প্রতি কতটা পরিশ্রম এবং সময় দিচ্ছেন তার উপর নির্ভরশীল। শুধু ফ্রিল্যান্সিং করেই যে আয় করতে হবে ব্যাপারটি এমন নয়। আপনি লোকাল ক্লায়েন্ট হান্ট করে, রিমোট জব করে অথবা নিজে ব্যবসা করেও আয় করতে পারেন।
  • আপনি চাইলে পুরো কোর্স ফি একবারে দিতে পারবেন । সেক্ষেত্রে কোর্স ফিতে ডিসকাউন্ট পাবেন।
  • কিংবা আপনি কোর্স ফি ৩টি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ২৫-৩০ দিন অন্তর অন্তর। এক্ষেত্রে কোন ডিসকাউন্ট পাচ্ছেন না।
  • আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয়ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। কোর্স শেষে আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদের রেফার করে থাকি। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, সব প্রজেক্ট এবং পরীক্ষা দেয়ার মাধ্যমে কোর্সটি ভালোভাবে সম্পন্ন করেন সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট এর মাধ্যমে কোর্স শেষে আপনার চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

ইনকাম নির্ভর করবে আপনি কতটা দক্ষতা ও প্রচেস্টার উপর। আমাদের অনেক শিক্ষার্থী কোর্স চলাকালিন সময় থেকেই আয় শুরু করেন, আবার অনেকে এক বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করে সফল হন, দিন শেষে বড় বিষয় হল, আপনি যদি ধৈর্যের সাথে আগ্রহ নিয়ে আমাদের মেন্টরের গাইডলাইন ফলো করে চলতে থাকেন তাহলে অবশ্যই অল্প সময়েই আশানুরুপ আয় করতে সক্ষম হবেন। আপনি চাইলে প্রথমে আমাদের একটি অনলাইন ফ্রি সেমিনারে অংশ নিতে পারেন এবং আমাদের মেন্টরের সাথে সরাসরি এই বিষয়ে আলোচনা করতে পারেন। আশা করি একটি ভালো গাইডলাইন পাবেন।

আমাদের ফ্রি সেমিনারে জয়েন করলে কোর্স বিবরন, ফ্রিল্যান্সিং, অনলাইন এবং লোকাল মার্কেটপ্লেসের আয় সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন, সেমিনারের অংশগ্রহণকারীদের জন্য পরবর্তীতে ফ্রি ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। যেখানে আপনি ফ্রি একটি টপিক শিখতে পারবেন। আমাদের সেমিনার শিডিউল এই লিংক থেকে চেক করে নিতে পারেনঃ https://www.texlabit.com/free-seminar

আপনি সেমিনারে অংশগ্রহণের জন্য এই লিংকে রেজিস্ট্রেশন করতে পারেনঃ https://www.texlabit.com/free-seminar/

আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, আমাদের প্রতিনিধি সেমিনারের পূর্বে ফোন করে আপনাকে সেমিনারের সময়সূচী জানিয়ে দিবে।

শুধু অনলাইন মার্কেটে ফ্রিল্যান্সিং করেই যে আয় করতে হবে ব্যাপারটি এমন নয়। একটি কোর্স সম্পন্ন করে আপনি অনলাইন মার্কেটে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি আপনি আমাদের কাছে আপনার CV দিয়ে রাখতে পারেন। কোর্স শেষে আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদের রেফার করে থাকি। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, সব প্রজেক্ট ও পরীক্ষা দেয়ার মাধ্যমে একটি কোর্সটি ভালোভাবে সম্পন্ন করেন, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্ট্মেন্টের মাধ্যমে আপনার চাকরি পাওয়ার একটি দূর্দান্ত সুযোগ থাকবে।

এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সদ্য তোলা হতে হবে) – NID / জন্মনিবন্ধন এর ফটোকপি – যেকোনো একটি একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি (S.S.C / H.S.C)

আপনি যদি কোর্স শেষে সফলতার সাথে চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন।